ঢাকা : স্যামসাং গ্যালাক্সি গ্রাহকরা ফোন কিনে জিতে নিলেন ৩২” স্যামসাং এলইডি টিভি
স্যামসাং মোবাইল বাংলাদেশ স্যামসাং গ্যালাক্সি “উইন এ কার” ক্যাম্পেইন বিজয়ীদের মাঝে ৩২” স্যামসাং এলইডি টিভি বিতরণ করেছে। পুরষ্কারগুলো বসুন্ধরা সিটি শপিং মলের স্যামসাং স্টোরে হস্তান্তর করা হয়।
“উইন এ কার” ক্যাম্পেইন এ গ্রাহকরা গ্যালাক্সি এইস নেক্সট ২, জে১ এইস, কোর প্রাইম, জে২, গ্র্যান্ড প্রাইম, জে৫ এবং জে৭ এর মধ্য থেকে তাদের পছন্দের স্যামসাং গ্যালাক্সি ডিভাইসটি বেছে নিয়েই পাচ্ছেন একটি সেডান কার জিতে নেওয়ার সুযোগ। এছাড়াও সৌভাগ্যবান গ্রাহকরা পাচ্ছেন পুরো ডিসেম্বর মাস জুড়ে প্রতিদিন ৩২” স্যামসাং এলইডি টিভি জিতে নেওয়ার সুযোগ ও সর্বনি¤œ ৫’শ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত মূল্য ছাড়।
অফার সম্পর্কে বিস্তারিত জানতে গ্রাহকরা কল করতে পারেন ০৯৬১২-৩০০-৩০০ এবং ০৮০০০-৩০০-৩০০ নাম্বারে (টোল ফ্রি) অথবা ঘুরে আসতে পারেন নিকটস্থ স্যামসাং স্টোর থেকে।
স্যামসাং ইলেকট্রনিক্স কোঃ লিঃ
অভিনব এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও প্রযুক্তির মাধ্যমে স্যামসাং ইলেকট্রনিক্স কোঃ লিঃ বিশ্ব পরিবর্তনের অঙ্গীকার নিয়ে টিভি, স্মার্টফোন, পরিধানযোগ্য ডিভাইস, ট্যাবলেট, ক্যামেরা, ডিজিটাল অ্যাপ্লায়েন্স, প্রিন্টার, মেডিকেল সরঞ্জাম, নেটওয়ার্ক সিস্টেম, সেমিকন্ডাকটর এবং এলইডি সলিউশনে যুগান্তকারী সমাধান প্রদান করছে। স্মার্ট হোম এবংডিজিটাল হেলথ ইনিশিয়েটিভ এর মাধ্যমে প্রতিষ্ঠানটি “ইন্টারনেট অফ থিংস” এ অগ্রণী ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠানটিতে বিশ্বজুড়ে ৮৪টি দেশে ৩১৯,০০০ জন কর্মী কাজ করে এবং বাৎসরিক আয় ১৯৬ বিলিয়ন মার্কিন ডলার।