আমি হতবাক নিরবুধ হয়ে আছি
এসেছিলে জীবনে তুমি এক স্বপ্নবিলাসী
তুমি কি মৃদুহাঁসির সেই তুমি!
তোমার হাঁতে সপেছি দেহ মন প্রাণ সবি।
তোমার উচ্ছারিত শব্দ মালা, তোমার নিখুত হাঁসি
স্বপ্নলোকের কথা, জীবন চিত্রকর্ম গুলো
তোমার হঠাৎ নিরবতা, সব কিছুই ভাবায় আমায়
তুমি স্বপ্ন পরি নাকি স্বপ্নবিলাসী?
ঈশান কোলে মেঘ জমেছে
কালো মেঘ মালা ঘিরেছে চতুরদিক
ভয় নেই! রাত্রি যতই হোক কালো ঘোর,
সর্বনাশা ভয়ানক পথে আমি অন্তবিহীন যাত্রী।
একটি প্রশ্ন কাঁঠা হয়ে আছে মনে
যদি কোন দিন চলতে গিয়ে দেখা হয়
ও গো স্বপ্নবিলাসী?
তখন কি তুমি হাঁড়িয়ে যাবে স্বপ্নলোকের ভিরে!