রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলাকে শতভাগ বাল্য বিয়ে মুক্ত করতে ইউনিয়ন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সমাবেশের অংশ হিসেবে উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ব্রম্মোত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সমাবেশ শুক্রবার (১১ নভেম্বর) রাতে অনুষ্ঠিত হয়েছে। স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রহিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, মরিয়মনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. সেলিম, সমাজসেবক আকতার হোসেন বৈদ্য প্রমুখ।
ছবির ক্যাপশন : স্বনির্ভর রাঙ্গুনয়িা ইউনিয়নে বাল্য বিয়ে প্রতিরোধে সমাবেশে বক্তব্য রাখেন ইউএনও মোহাম্মদ কামাল হোসেন।