অভিনয়ের পাশাপাশি গান গেয়ে নাম কুড়িয়েছিলেন হিন্দি ছবির জনপ্রিয় নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। এবার সেই পথে চলতে চলেছেন বলিউডের মেধাবী অভিনেত্রী সোনাক্ষি সিনহা।
‘ইশকহলিক’ নামের একটি গানের অ্যালবাম নিয়ে আসছেন এই নায়িকা। সোনাক্ষি জানিয়েছেন, গানের অ্যালবাম বের করা তার অনেক দিনের শখ। এতদিনে তা পূরণ হচ্ছে। ইতিমধ্যে ‘আজ মুড ইশকোহলিক হ্যায়’ গানের প্রচারণার কাজ শুরু করে দিয়েছেন তিনি। আগামীকাল এই গানের টিজার রিলিজ করা হবে বলে জানা গেছে। জীবনের প্রথম গান নিয়ে উচ্ছ্বসিত সোনাক্ষি ‘ইশকোহলিক’ ভক্তদের কাছে জনপ্রিয় হবে বলে আশা করছেন তিনি। ভারতের গোয়াতে গানের ভিডিওটি ধারণ করা হয়েছে।