রাজশাহী প্রতিনিধিঃ- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অপহৃত হওয়া ছাত্র ছাত্রলীগ নেতা সাইফুজ্জামান সোহাগকে উদ্ধার করা হয়েছে। চট্টগ্রামের মীরসরাই থেকে উদ্ধারের পর বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাখাওয়াত হোসেন রানা জানান, হাসপাতালে নেওয়ার সময় তাকে অনেক বিমর্ষ দেখালেও সোহাগ শারীরিকভাবে ভালো আছেন।
রাজপাড়া থানার ওসি মাহমুদুর রহমান জানান, হাসপাতালে চিকিৎসা শেষে তাকে থানায় নেওয়া হবে। জিজ্ঞাসাবাদ করে জানা যাবে কারা তাকে কী উদ্দেশ্যে অপহরণ করেছিল।
সোহাগের বাবা আক্কাসউজ্জামান জানান, দুপুর দেড়টার দিকে ছেলেকে নিয়ে ঢাকা থেকে তারা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন। অপহরণের পর থেকে এতদিন তাকে চোখ বেঁধে রাখা হয়েছিলো। তবে কারা অপহরণ করেছিলো সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি তিনি।
৯ ডিসেম্বর রাত ৩টার দিকে র্যাবের পোশাকধারী ৬/৭ জন রাজশাহী মহানগরীর তেরখাদিয়া পশ্চিমপাড়ার বাড়ি থেকে সোহাগকে অপহরণ করেন। এরপর সোহাগের বাবা ও শ্বশুর র্যাব রাজশাহীর সদর দফতর, বোয়ালিয়া থানা, ডিবি পুলিশ ও মতিহার থানায় খোঁজ নিয়ে কোথাও তার সন্ধান পাননি।
পরে রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন সোহাগের বাবা আক্কাসউজ্জামান। ১১ডিসেম্বর ছেলের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।
ওই ঘটনায় ১৩ ডিসেম্বর রাতে নগরীর রাজপাড়া থানায় সোহাগের বাবা বাদী হয়ে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা র্যাব ও ডিবি পুলিশ এবং সোহাগের সহপাঠী নাবিলাকে আসামি করা হয়।
২০ ডিসেম্বর পুলিশ এ মামলায় ঢাকার দক্ষিণখান থানার ফাইজবাদ এলাকার আব্দুল আউয়াল খানের ছেলে ও রুয়েটের সাবেক শিক্ষার্থী ইঞ্জিনিয়ার ফারজাদুল ইসলাম মিরন এবং রাজশাহী নগরীর নওদাপাড়ার শওকত আলীর ছেলে ও রুয়েটের সিভিল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ইসফাক ইয়াসিফ ইপুকে আটক করে পুলিশ। পরের দিন আদালত তাদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।