বিনোদন ডেস্ক;
বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন। সম্প্রতি ভারতের জাতীয় সংগীত নিয়ে মন্তব্য করে ফের আলোচনায় উঠে এসেছে তার নাম। জাতীয় সংগীত প্রসঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশ মানেন না এই অভিনেত্রী।
সুপ্রিম কোর্ট সম্প্রতি এক নির্দেশে জানিয়েছে, সিনেমা হলে জাতীয় সংগীত বাজলে উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন বাধ্যতামূলক নয়। জাতীয় সঙ্গীত বাজার সময় উঠে দাঁড়াতে অনিচ্ছুক কোনো ব্যক্তিকে কেউ জোর খাটাতে পারবেন না। কারণ কেউ উঠে দাঁড়াতে অনিচ্ছুক মানে এই নয় যে, ওই ব্যক্তি জাতীয়তাবাদ বিরোধী বা দেশ বিরোধী।
এ প্রসঙ্গেই সানি লিওন বলেন, ‘আমার মনে হয় দেশপ্রেম এমন এক আবেগ, যা মানুষের ভিতর থেকে আসে। হৃদয় থেকে আসে। আমার মনে হয়, আদালত যাই বলুক না কেন, আমাদের উচিত জাতীয় সংগীতের সময় উঠে দাঁড়ানো।’