এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ সিলেট নগরীর মদন মোহন কলেজে ছুরিকাঘাতে মো. আলী আহমদ (১৯) নামের এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। বুধবার বেলা আড়াইটার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অপরেশন থিয়েটারে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় ছাত্রলীগ ক্যাডাররা তাকে ছুরিকাঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তার শরীরে ১০ ব্যাগ রক্ত দেয়া হয়। বেলা ২টা ৪০ মিনিটের সময় কর্তব্যরত চিকিৎসক আলীকে মৃত ঘোষণা করেন।
আহমদ আলী দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার নিজ শিলামগ্রামের আকলিস মিয়ার ছেলে। তিন ভাইবোনের মধ্যে তিনি ছিলেন বড়। আলী আহমদ মদন মোহন কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।
মদন মোহন কলেজ সূত্রে জানা যায়, আলী ছাত্রলীগ বিধান সাহা গ্রুপের কর্মী ছিলেন। কলেজ ক্যাম্পাসে আড্ডা দেয়া নিয়ে একই গ্রুপের কয়েকজন কর্মীর সাথে আলীর কথা কাটাকাটি হয়। এর জের ধরেই অন্য ছাত্রলীগ ক্যাডাররা তাকে ছুরিকাঘাত করে।
আলীর বাবা আকলিস মিয়া জানান, ২ ছেলে ১ মেয়ের মধ্যে আলীম ছিল বড়। এইভাবে সামান্য কথাকাটাকাটি নিয়ে তার ছেলেকে প্রাণ দিতে হবে এটা তিনি মানতে পারছেন না। তিনি এই হত্যার সুষ্ঠু বিচার চেয়েছেন।
এদিকে ছাত্রলীগ কর্মী মো. আলী খুনের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। তার নাম রাহুল।
আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মো. সোহেল আহমদ জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের জন্যে তাকে আটক করা হয়েছে। রাহুল সম্পর্কে এর বেশি তথ্য তিনি সঙ্গে সঙ্গে জানাতে পারেননি।
সিলেট কোতোয়ালী থানার ওসি (তদন্ত) মোশাররফ হোসেন জানান, নিহত মো. আলী ছাত্রলীগ কর্মী ছিলেন। তবে কোনো পদপদবিতে ছিলেন না। হত্যাকারীদের গ্রেফতারে পুলিশ কাজ শুরু করছে বলে তিনি জানান।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই