জগলুল হুদা, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা : রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ ও সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দীন চৌধুরীর হস্তক্ষেপে দক্ষিন রাঙ্গুনিয়ার গোডাউন থেকে বিভিন্ন সড়কে চলাচলরত সিএনজি চালিত অটো রিক্সার ভাড়া পুনঃনির্ধারণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে দক্ষিন রাঙ্গুনিয়ার হাজার হাজার যাত্রীদের কাছ থেকে গলাকাটা ভাড়া আদায় করে আসছে শত শত সিএনজি চালিত অটোর ড্রাইভাররা। আর যাত্রীদের সাথে প্রতিদিন বিভিন্ন স্টেশনে ভাড়া নিয়ে তর্কাতর্কি এমনকি হাতাহাতির ঘটনাও ঘটছে বলে জানা যায়। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ২৮ সেপ্টেম্বর(বুধবার) সাংবাদিকদের একটি প্রতিনিধি দল সরফভাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সাথে সাক্ষাত করেন এবং দ্রুত এই বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে আহ্বান জানান।
সরফভাটা ইউপি চেয়ারম্যান এসময় সাংবাদিকদের বলেন, ‘যাত্রীদের কাছ থেকে বিভিন্ন সময় গলাকাটা ভাড়া আদায় এবং বাকবিতন্ডার অভিযোগ আমিও পাচ্ছি। শুধুমাত্র সরফভাটার যাত্রী নয় এই সড়কে শিলক, পদুয়া এবং কোদালা সহ এমনকি পার্বত্য এলাকার লোকজনও যাতায়াত করেন। তাদের এলাকার চেয়ারম্যানদেরও ভাড়া নিয়ন্ত্রনের বিষয়ে ব্যবস্থা নেয়া উচিত বলে মনে করি। তবে যেহেতু দক্ষিন রাঙ্গুনিয়ার প্রবেশদ্বার গোডাউন আমার এলাকায় সেহেতু আমিই সবার আগে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় এবং নানা ভোগান্তি নিরসনে শীগ্রই ব্যবস্থা নিচ্ছি।’
এরই প্রেক্ষিতে ৩০ সেপ্টেম্বর ( শুক্রবার) চালক সমিতির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ওয়াহিদুল আলম, মোহাম্মদ কাশেম এবং মোহাম্মদ সেকান্দর’র সাথে আলোচনা করে ভাড়ার এ তালিকা প্রকাশ করা হয়। ভাড়ার তালিকা অনুযায়ি গোডাউন থেকে যথাক্রমে ক্ষেত্রবাজার ৫ টাকা, ছনাগাজী ১০ টাকা, পূর্ব সরফভাটা ১৫ টাকা, মীরেরখীল ২০ টাকা, দিঘীর পাড় ২০ টাকা, ফুলতলী বাজার ৩০ টাকা, নারিশ্চা বাজার ৩৫ টাকা, পদুয়া(রাজারহাট) ৪০ টাকা, এবং ক্ষেত্রবাজার থেকে মাদ্রসা মার্কেট ১০ টাকা নির্ধারিত হয়।
শনিবার থেকে তা কার্যকর এবং প্রতিটি ষ্টেশনে তালিকা টাঙ্গানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দীন চৌধুরী। অন্যথায় মাইকিং করা হবে এবং কেউ আদেশ অমান্য করলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।