বিনোদন ডেক্সঃ- ৬ বছরের প্রেম। ১ বছর ধরে একসঙ্গে থাকছেন। সম্প্রতি শশী কাপুরের বাড়িতে চমৎকার বড়দিন কাটিয়ে এলেন। এরপর অনলাইনে ভাইরাল হলো চুম্বনের ছবি। কয়েকদিনের বিরতিতে খবর এলো, ব্রেক আপ হয়ে গেছে ‘আজব প্রেম কি গজব কাহানি’ জুটির।
মুম্বাই মিররের এক প্রতিবেদনে সম্প্রতি বলা হয়, রণবীর ও ক্যাটের মতভিন্নতা নতুন মোড় নিয়েছে। কোনোভাবেই তারা পরস্পরের সঙ্গে মানিয়ে নিতে পারছিলেন না। তাই বাবার বাড়িতে ফিরে গেছেন রণবীর। ক্যাটরিনা এখনও আগের ফ্ল্যাটেই থাকছেন।
শোনা যাচ্ছে, ‘তামাশা’য় অভিনয় করতে গিয়ে সাবেক প্রেমিকা দীপিকার সঙ্গে আবারও ঘনিষ্ট হয়েছেন রণবীর। তা মানতে পারেননি ক্যাট। আবার কেউ বলছেন এ ব্রেক আপের পেছনে সালমান খানের হাত রয়েছে।
যাদের নিয়ে এতো আলোচনার ঝড় বয়ে যাচ্ছে, এখনও সেই রণবীর-ক্যাট এ বিষয়ে মুখ খুলেননি।