মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আইল হওয়রে বজ্র্যপাতে নিবাস সরকার (৩২) নামে এক জৎসজীবীর জনের মৃত্যু হয়েছে।
শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, বুধবার রাত ১০ টার দিকে আইল হাওয়রে মাছ মারতে গেলে বৃষ্টির পাশিাপাশি বজ্র্যপাত ঘটলেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নিবাস সরকার উপজেলার ভৃনবী ইউনিনের মনরঞ্জ সরকারের ছেলে।