বিল্লাল হোসেন, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নৃত্যানুষ্ঠান, আনন্দ শোভাযাত্রা ও আলোচনাসভা সহ নানা রকম অনুষ্ঠান মালার মধ্যদিয়ে বিভিন্ন নৃত্য সংগঠনের উদ্যোগে পালিত হয়েছে বিশ্বনাট্য দিবস।
নাট্যদিবসকে সামনে রেখে শ্রীমঙ্গল শ্রীশ্রী শ্রীমঙ্গলেশ্বরী কালী বাড়ি থেকে নৃত্য শিল্পী সংস্থা শ্রীমঙ্গল এর উদ্যোগে বিশাল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার কালীবাড়িতে গিয়ে শেষ হয়। পরে কালীবাড়িতে এক আলোচনাসভায় বক্তব্যদেন শ্রীমঙ্গল
সাংস্কৃতিক একাডেমীর পরিচালক বিকুল চক্রবর্তী, নাট্যকর্মী ও অগ্নীরথের সম্পাদক বিকাশ দাশ বাপন, নৃত্য প্রশিক্ষক সাজু দেব, অনিতা দেব, দ্বীপ দত্ত আকাশ, ও নাট্যকর্মী কাউছার আহমদ রিয়ন প্রমুখ।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় সমেবেত ধামাইলনৃত্য।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই