ঝিনাইদহ প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির নির্দেশনা মোতাবেক ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নে সন্ত্রাস ও জঙ্গি নির্মুল কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে ত্রিবেণী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সেকেন্দার আলী মোল্লার সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নব নির্বাচিত চেয়ারম্যান জহুরুল হক খানের পরিচালনায় ৯টি ওয়ার্ডে সন্ত্রাস ও জঙ্গি নির্মুল কমিটি গঠন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আবুল কাশেম, রবিউল ইসলাম, গোলাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বকুল জোয়ার্দ্দার, ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান জাপান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিলসহ ৯টি ওয়ার্ডের সভাপতি সম্পাদক ও ইউপি সদস্যসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কমিটি গঠনের পূর্বে বৈঠকে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নব নির্বাচিত চেয়ারম্যান জহুরুল হক খান তার বক্তৃতায় বলেন, ইসলামে জঙ্গীবাদের কোন স্থান নেই। ইসলাম শান্তির ধর্ম। নিরীহ মানুষকে হত্যা করাকে ইসলাম কোন দিন সমর্থন করে না। আজ যারা ইসলামের দোহায় দিয়ে নির্বিচারে মানুষ হত্যা করছে, তারা পথভ্রষ্ট।
দেশকে অস্থিতিশীল করতে জঙ্গিরা ইসলাম ধর্মের নামে মানুষ হত্যা করছে। তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মুল করার উদ্দেশ্যেই আজকের এই কমিটি গঠন করা।