বদরুল আলম চৌধুরী (বিশেষ প্রতিনিধি ) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কসবা ইসলামিয়া দাখিল
মাদ্রাসায় ২৬ অক্টোবর সোমবার সকালে শেভরন বাংলাদেশ-এর অর্থায়নে বাংলাদেশ
ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার (বিডিএসসি)-এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগীতা ও
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ ব্যক্তিত্ব হাজী মোঃ রফিক। বিচারকের দায়িত্ব পালন করেন মাসিক নবীগঞ্জ দর্পণ-এর সম্পাদক এম, শহিদুজ্জামান চৌধুরী, সহকারী শিক্ষক আইয়ুব আলী, এসএমএ হাসনাত। আরো উপস্থিত ছিলেন,সুপার (ভারপ্রাপ্ত) মাওলানা নাসির উদ্দীন, বিডিএসসি’র প্রজেক্ট অফিসার
সাবিনা ইয়াসমিন।২৫ অক্টোবর রোববার সকালে আউশকান্দি ইয়াকুবিয়া হাফেজিয়া দাখিল মাদ্রাসায় আয়োজিত প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপার
মাওলানা শাহীদ আহমাদ। বিচারকের দায়িত্ব পালন করেন বিডিএসসি’র এসএমএ
হাসনাত, সহকারী শিক্ষক শামসুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, বিডিএসসি’র
প্রজেক্ট অফিসার সাবিনা ইয়াসমিন ।প্রতিযোগীতা শেষে অতিথিবৃন্দ জয়ী ও পরাজিত দলের সদস্য এবং শ্রেষ্ঠ বক্তাকে পুরস্কার তুলে দেন।