অগ্রদৃষ্টি ডেস্কঃ কুলাউরা সমাজকল্যাণ সংস্থা কুয়েতের সভাপতি,তরুণ সংগঠক ও দৃষ্টিনন্দন সিলেট কুয়েতের সম্পাদক শেখ নিজামুর রহমান টিপুর বাবা আর নেই।
গতকাল সকালে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শেখ নিজামুর রহমান টিপুর বাবা এই বয়জিষ্ট মুরব্বি শেখ অণু মিয়া (৮০) শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
মৃত্যুকালে মরহুম শেখ অণু মিয়া সন্তানাদি সহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন ।
শেখ নিজামুর রহমান টিপুর বাবা এই বয়জিষ্ট মুরব্বি শেখ অণু মিয়ার মৃত্যুতে আমরা অগ্রদৃষ্টি পরিবার শোকাহত!
সদ্য প্রয়াত মরহুম শেখ অণু মিয়ার বিদেহী আত্মার শান্তি ও রূহের মাগফেরাত কামনার পাশাপাশি উনার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে অগ্রদৃষ্টি মিডিয়া গ্রুপ।
এদিকে অগ্রদৃষ্টি অনলাইন টিভির মহাপরিচালক রাশেদ মোশাররফ পাঠান ও অগ্রদৃষ্টি মিডিয়া গ্রুপের পরিচালক আ হ জুবেদ এক যৌথ শোক বার্তায় সদ্য প্রয়াত শেখ নিজামুর রহমান টিপুর বাবা বয়জিষ্ট মুরব্বি শেখ অণু মিয়ার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা প্রকাশ করে মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন।