বিনোদন ডেস্ক : প্রতীক্ষার প্রহর কেটে অবশেষে শুক্রবার মুক্তি পাচ্ছে বদরুল আনাম সৌদ পরিচালিত চলচ্চিত্র ‘গহীন বালুচর’। ছবিটির মুক্তি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর বিএফডিসির জহির রায়হান মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ‘গহীন বালুচর’র পরিচালক বদরুল আনাম সৌদ, অভিনয়শিল্পী রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মুস্তাফা, জিতু আহসান, রুনা খান, শর্মীমালা, তিন নতুন নায়ক-নায়িকা তানভীর, নীলাঞ্জনা নীলা ও মুন, কোরিওগ্রাফার নাজিবা বাশার, কণ্ঠশিল্পী ঐশী, প্রধান সহকারী পরিচালক রাইজুল ইসলাম আসাদ, গীতিকার কবির বকুলসহ আরো অনেকে।
সুবর্ণা মুস্তাফা বলেন, ‘গহীন বালুচর চলচ্চিত্রটি নির্মাণে সরকারি অনুদান দেয়ায় আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ তথ্য মন্ত্রনালয়ের কাছে। সেইসাথে কৃতজ্ঞ চলচ্চিত্রটি নির্মাণে সংশ্লিষ্ট প্রত্যেকের কাছে। বিশেষ করে দোয়া চাইবো তানভীর, নীলা ও মুনের জন্য। কারণ তারা তিনজন চলচ্চিত্রের একেবারেই নতুন মুখ। দর্শকের কাছে অনুরোধ থাকবে হলে গিয়ে চলচ্চিত্রটি দেখার জন্য।’
চলচ্চিত্রটির গল্প প্রসঙ্গে পরিচালক সৌদ জানান, গহীন বালুচর নির্মাণ করা হয়েছে এই দেশ, মাটি আর মানুষের গল্প নিয়ে। এটা নদীপাড়েরর এক জনপদের গল্প যাদের সুখ-দুঃখ, প্রেম-ভালোবাসা, সম্পর্ক জড়িয়ে থাকে প্রকৃতির সাথে। প্রকৃতির টেনে আনা সুখ-দুঃখ, সংঘাত বা ভালোবাসার প্রতিফলনই ঘটেছে এই চলচ্চিত্রে।
রাইসলু ইসলাম আসাদ বলেন, ‘আমি বিশ্বাস করতে ভালোবাসি গহীন বালুচর চলচ্চিত্রটি দেখতে দর্শকেরা হলমুখী হবেন। কারণ একটি ভালো গল্পের চলচ্চিত্র এটি। তাছাড়া প্রত্যেকেই যার যার অবস্থানে থেকে সর্বোচ্চ অভিনয় করার চেষ্টা করেছেন।’
ফজলুর রহমান বাবু বলেন, ‘গহীন বালুচর প্রেমের সিনেমা, ভালোবাসার সিনেমা, সংগ্রামের সিনেমা। আমি খুব আশাবাদী গহীন বালুচর নিয়ে। ’
বদরুল আনাম সৌদ বলেন, ‘গহীন বালুচর অবশেষে মুক্তি পাচ্ছে, টেনশন, ভয় সবাই কাজ করছে। তারপরও আমি খুব আশাবাদী দর্শক হলে যাবেন গহীন বালুচর দেখতে। কারণ এটা আমাদের নিজেদের জীবনের গল্পের চলচ্চিত্র। এটি বাংলাদেশের চলচ্চিত্র।’
শুক্রবার সারাদেশের ২৬টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘গহীন বালুচর’। চলচ্চিত্রটি পরিবেশনায় আছে জাজ মাল্টিমিডিয়া। এর পোশাক পরিকল্পনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ওয়াহিদা মল্লিক জলি। সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা। শিল্প নির্দেশনা দিয়েছেন উত্তম গুহ। চিত্রগ্রহণ করেছেন কমল চন্দ্র দাশ। চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক সুবর্ণা মুস্তাফা।