সবুজের বুঁকে লাল পতাকা
আমার সুখের ঘর
বীর বাঙ্গালী যুদ্ধ বিজয়ী
নেই কেহু পর।
যুদ্ধ করে রক্ত দিয়ে
এনেছ স্বাধীনতা
গর্ব করে বাঙ্গালী জাতি
নিয়ে লাল সবুজের পতাকা।
স্বাধীন হয়ে বসবাস করতে
যুদ্ধে লিপ্ত হই
লাখও বাঙ্গালীর রক্তে হবে লাল
মাথা নোয়াবার নই।
৭১তরে জন্ম নেওয়া শিশুর
লাল সবুজের চামরা
হায়নারা চেয়েছিল কেঁড়ে নিতে
মুখের ভাষা বাংলা।
দেশের তরে যুদ্ধ করে
জীবন করেছে দান
তাড়াই হল বাংলা মায়ের
স্বার্থক সন্তান।
বীর বাঙ্গালী যুদ্ধ করে
রক্তে করেছে লাল
পাক হানাদার খেয়ে তারা
হয়ে গেছে টাল।
শ্রেষ্ট সন্তান বীর বাঙ্গালী
রাখলো দেশের মান
শ্রদ্ধা শত মাথা নত
চিরকাল করবে সম্মান।