স্পোর্ট ডেক্সঃ- চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিষ্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে গ্লোব সকার অ্যাওয়ার্ড ২০১৫ সালের সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। বছরের সেরা ক্লাব নির্বাচিত হয়েছে তারই দল বার্সেলোনা।
এ পুরস্কার জয়ে বার্সেলোনা তারকা মেসির সাথে রেসে ছিলেন রিয়াল মাদ্রিদের রোনালদো ও জুভেন্টাসের জিয়ানলুইজি বুফন। পুরস্কার হাতে দলের সাফল্যে দলীয় পারফরম্যান্সের কথা বলেন লিও মেসি। আগামী মাসে ঘোষণা হতে যাওয়া ফিফা বর্ষসেরার পুরস্কার জেতার রেসেও এগিয়ে গেলেন চারবারের ব্যালন ডি অর জয়ী এ আর্জেন্টাইন। সেখানেও তার লড়াই হবে ক্লাব সতীর্থ নেইমার ও ক্রিষ্টিয়ানো রোনালদোর সাথে। গেলো একবছরে পাঁচ ট্রফি জেতা বার্সেলোনা হয়েছে বর্ষসেরা ক্লাব।