রাঙ্গুনিয়া প্রতিনিধি : আলোকিত জনপদের প্রতিচ্ছবি পাক্ষিক রূপসী রাঙ্গুনিয়া পত্রিকার পাক্ষিক আড্ডা রূপসী কাপ্তাইয়ের মনোমুগ্ধকর ফ্লোটিং প্যারাডাইসে মঙ্গলবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। দুপুরের খাবার সেরে আড্ডায় অংশ নেন রূপসী রাঙ্গুনিয়া পরিবারের সদস্য রাঙ্গুনিয়া প্রবাসী ঐক্য পরিষদ সৌদি আরবের সভাপতি লেখক মোস্তফা জাহেদ হোসেন লিটন, সাধারণ সম্পাদক মো. হানিফ, যুগ্ন সম্পাদক মো. ফরিদ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন রূপসী রাঙ্গুনিয়া পত্রিকার প্রধান সম্পাদক জিগারুল ইসলাম জিগার, সম্পাদক মাসুদ নাসির, প্রকাশক আকাশ আহমেদ, ব্যবস্থাপনা সম্পাদক আব্বাস হোসাইন আফতাব, সহ সম্পাদক জগলুল হুদা, আরিফুল হাসনাত। আড্ডায় পত্রিকার চলতি সংখ্যা নিয়ে আলোচনা করা হয় ও পরবর্তী সংখ্যার বিভিন্ন কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়। সাংবাদিকরা পত্রিকার মাধ্যমে প্রবাসীদের সুখদুঃখের কথা তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন। প্রবাসী ঐক্য পরিষদ নেতা মোস্তফা জাহেদ লিটনও রূপসী রাঙ্গুনিয়াকে সার্বিক সহায়তার আশ্বাস দেন।
ছবির ক্যাপশন- পাক্ষিক রূপসী রাঙ্গুনিয়া পত্রিকার আড্ডায় সাংবাদিকরা।