রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে রাণীরহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের শিকার শতাধিক পরিবারের মাঝে শুক্রবার (১১ নভেম্বর) নগদ ৫’শত টাকা ও ১টি করে কম্বল বিতরণ করা হয়। রাণীরহাট বাজার ব্যবসায়ী সমিতির অফিসে নগদ টাকা ও কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, রাজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, মরিয়মনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. সেলিম, রাণীরহাট কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ইউসুফ মাতব্বর প্রমুখ।
ছবির ক্যাপশন : রাঙ্গুনিয়ার রাণীরহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও কম্বল বিতরণ করেন ইউএনও মোহাম্মদ কামাল হোসেন।