রাজশাহী: রাজশাহী মহানগরীর আমবাগান এলাকার সালমা খান ছাত্রী নিবাসে মাহাবুবা ইসলাম মুন্নি (১৭) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মুন্নি মহানগরীর মসজিদ মিশন একাডেমির একাদশ শ্রেণির ছাত্রী।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
মুন্নি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দৌলতপুর হাজিপাড়া মনিরুল ইসলামের মেয়ে।
মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খান অগ্রদৃষ্টিকে বলেন, মুন্নি সালমা খান ছাত্রী নিবাসের ছয়তলার ৬০৭নং কক্ষে থাকতো। রাতে তার কক্ষের জানালা দিয়ে মরদেহ ঝুলতে দেখে ছাত্রী নিবাসের কর্তৃপক্ষ থানায় খবর দিলে পরে দরজা ভেঙে উদ্ধার করা হয়। এ ঘটনায় ছাত্রী নিবাসের অন্য ছাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মরদেহ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।