জগলুল হুদা, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : রাঙ্গুনিয়া উপজেলা শিলক নটুয়ার টিলা থেকে মদবিক্রির সময় ৪ মদ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ। বিক্রির সময় তাদের কাছ থেকে ২৪ লিটার ছোলাই মদ জব্দ করা হয়। আটকৃতদের মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়।
থানা সুত্রে জানা যায়, শনিবার (৮ অক্টোবর) দুপুরে গোপন সংবাদে উপজেলার শিলক ইউনিয়নের নটুয়ার টিলা নামক স্থানে অভিযান চালায় রাঙ্গুনিয়া থানার এসআই মো. ইসমাঈলের নেতৃত্বে একদল পুলিশ। মদ বিক্রির সময় তাদের কাছ থেকে ২৪ লিটার ছোলাই মদসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন নটুয়ার টিলা এলাকার আবুল কাশেমের পুত্র মো. মুছা (২৫), একই এলাকার অমূল্য দাশের পুত্র দিপক দাশ (৩০), অনীল দাশের পুত্র রূপম দাশ (৩৫) এবং চন্দ্রঘোনা এলাকার গঞ্জম মারমার পুত্র নুইগ্রা প্রো মারমা (৪২)।
রাঙ্গুনিয়া থানার এসআই মো. ইসমাঈল জানান, গ্রেফতারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২২(গ) অনুযায়ী জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ছবির ক্যাপশন : রাঙ্গুনিয়া ২৪ লিটার মদসহ গ্রেফতারকৃত ৪ মদ ব্যবসায়ী।