জগলুল হুদা, রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়ার কোন রাস্তা ঘাট, ব্রীজ কালভার্ট, মসজিদ মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নের আওতা থেকে বাদ পড়েনি। প্রতিটি সেক্টরে গত আট বছরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। দুই হাজার কোটি টাকার উন্নয়নের সুফল পাচ্ছে রাঙ্গুনিয়ার জনগণ। রাঙ্গুনিয়ার শেখ রাসেল এভিয়ারি পার্ক এই অঞ্চলে পর্যটনের নব দিগন্তের সুচনা করেছে। দরিদ্র মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে সরকার গ্রাম পর্যায়ে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ দারিদ্রতা বিমোচনে সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো তৃতীয় বিশ্বের জন্য উদাহরণ হয়ে থাকবে। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শিক বাংলাদেশ ও শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে ভ্যানগার্ড সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগের সহযোগি সংগঠনগুলোর মধ্যে স্বেচ্ছাসেবক লীগ সুশৃঙ্খল সংগঠন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে সংগঠনের নেতা-কর্মীদের মানুষের মন জয় করতে কাজ করতে হবে। আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি গত সোমবার (২২ মে) রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাছির উদ্দিন রিয়াজের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবু মনসুরের সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন উত্তর জেলার সভাপতি শওকত আলম। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রিয় সভাপতি এডভোকেট মোল্লা মো. আবু কাওছার, উত্তর জেলার সাধারন সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, উত্তর জেলা আওয়ামীলীগের নেতা স্বজন কুমার তালুকদার, আবুল কাশেম চিশতি, মেয়র শাহজাহান সিকদার, উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, ইদ্রিছ আজগর চেয়ারম্যান, নজরুল ইসলাম তালুকদার, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগ নেতা আশিষ কুমার সিংহ, মো. ইদ্রিছ, আনোয়ার আজম, কেন্দ্রিয় যুবলীগ নেতা শেখ ফরিদ চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু, সাধারন সম্পাদক মোহাম্মদ ইউনুছ প্রমূখ। সম্মেলনের দ্বিতীয় অ ধিবেশনে নাছির উদ্দিন রিয়াজকে পুনরায় সভাপতি, আবু মনসুর কে সিনিয়র সহসভাপতি, মো. দেলোয়ার হোসেন, নাজিম উদ্দিন ও হেলাল উদ্দিনকে সহসভাপতি মো. দিদারুল আলমকে সাধারন সম্পাদক আবু তৈয়ব সিদ্দিকীকে যুগ্ন সাধারন সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
ছবির ক্যাপশান : রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলনে বক্তব্য রাখছেন সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি