রাঙ্গুনিয়া প্রতিনিধি : আলোকিত মানুষ সৃষ্টিতে যোগ্যতার স্বীকৃতি দিতে হবে। যে দেশ বা জাতি যত বেশি যোগ্যতার স্বীকৃতি দিতে পেরেছে সেই দেশ বা জাতি থেকে তত বেশি আলোকিত মানুষ সৃষ্টি হয়েছে। বর্তমান বাংলাদেশে যোগ্যতার মূল্যায়ন চর্চা বেড়েছে। ফলে দেশে জ্ঞানি গুণির সংখ্যা বাড়ছে এবং দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। আমরা এখন পরিপূর্ণ ডিজিটাল বাংলাদেশের স্বাদ পাচ্ছি। রাঙ্গুনিয়ায় শিক্ষার আলো জ্বালানোর পেছনে সিকদার পরিবারের অবদান অনস্বীকার্য। তাই সিকদার পরিবারের যোগ্য উত্তারাধীকারীর সংবর্ধনা অনুষ্ঠান নিসন্দেহে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে। তাদের স্বপ্ন দেখাবে আলোকিত মানুষ হওয়ার ক্ষেত্রে। রাঙ্গুনিয়া পৌরসভাকে দেশের মধ্যে অনুকরণিয় মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলতে পৌর মেয়রকে ভূমিকা রাখতে হবে। আশা রাখি তিনি তা শতভাগ বাস্তবায়ন করে দেখাতে পারবেন। শনিবার (২৬ নভেম্বর) রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মাঠে রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদারের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডীন, কলা ও মানববিদ্যা অনুষদের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় ডীন্স কমিটির আহবায়ক ড. মো. সেকান্দর চৌধুরী একথা বলেন। বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. শাহজাহান সিকদার। শিক্ষক আবু সায়েমের স ালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু ইউসুফ, চুয়েট’র কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক স্বাকী কাউসার, বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য জাফর ছালেক সিকদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. মিজানুর রহমান। উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী নীরদ বরণ বড়–য়া, ইকবাল হোসেন, কাউখালী আনোয়ারা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব, পৌরসভা ওয়ার্ড কাউন্সিলর লোকমানুল হক তালুকদার, মো. সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সিরাজুল গণি চৌধুরী, শিক্ষক নুরুল হক, কামাল উদ্দিন, রহিম উদ্দিন শিকদার, ইউসুফ জামাল প্রমুখ। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাং®কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
ছবির ক্যাপশন ঃ রাঙ্গুনিয়ায় পৌর মেয়রের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন (বাম থেকে) চবির ডীন্স কমিটির আহবায়ক ড. মো. সেকান্দর চৌধুরী, পৌর মেয়র শাহজাহান সিকদার।