রাঙ্গুনিয়া সংবাদদাতা : রাঙ্গুনিয়া উপজেলার সোনারগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি ও হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ আলী আহমদ এর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তিব্র নিন্দা ও জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছেন সোনারগাঁও স্কুল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানিয়েছেন পরিচালনা পরিষদ, অভিভাবক, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। এসময় আলী আহমদের মতো একজন শিক্ষানুরাগীর উপর এই ধরণের হামলা দুঃখজনক ও জড়িতদের এখনও আইনের আওতায় না আনতে পারাটাও জাতীর জন্য কলঙ্কজনক বলে উল্লেখ করা হয়।
উল্লেখ্য গত ১৬ নভেম্বর দুপুরে হাটাহাজারী বালিকা স্কুল এন্ড কলেজ থেকে জেএসসি পরিক্ষার দায়িত্ব পালন শেষ করে বাড়ি ফিরছিলেন অধ্যক্ষ আলী আহমদ। যাওয়ার পথে কয়েকজন সন্ত্রাসী তার উপর অতর্কীত হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তিনি প্রাণে রক্ষা পান। এ ব্যাপারে হাটহাজারী থানায় মামলা দায়ের করা হয়েছে।