রাঙ্গুনিয়া প্রতিনিধি : আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে খাদ্যের ঘাটতি হয়না। বর্তমানে খাদ্য বাংলাদেশ থেকে বিদেশে রপ্তানি হচ্ছে। বিশ্ব খাদ্য সংস্থাকে অবাক করে দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে খাদ্য উদ্বৃদ্ধের দেশ বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি থেকে এখন উপচে পড়া ঝুড়িতে রূপ নিয়েছে। কৃষকদের অর্জনে পুরো জাতি কৃতজ্ঞ। আওয়ামী কৃষকলীগ হচ্ছে কৃষকদের প্রাণের সংগঠন। বাংলার কৃষকদের এখন আর সার ও বীজের জন্য অপেক্ষা করতে হয়না। কৃষকদের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে কৃষি সামগ্রী। শনিবার (১০ ডিসেম্বর) উপজেলা পাব্লিক হলে রাঙ্গুনিয়া পৌরসভা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি একথা বলেন। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক হাজী সোলেমান চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক মো. এনামুল হকের স ালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের যুগ্ন সাধারন সম্পাদক রেজাউল করিম, বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক আতিকুল হক আতিক, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাংষ্কৃতিক সম্পাদক স্বজন কুমার তালুকদার, প্রবীণ আওয়ামীলীগ নেতা সাদেকুন্ নুর সিকদার, উত্তরজেলা আওয়ামীলীগের কৃষিবিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, ধর্মবিষয়ক সম্পাদক ও পৌর মেয়র শাহজাহান সিকদার, বনও পরিবেশবিষয়ক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ইদ্রিছ আজগর, মানবসম্পদবিষয়ক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, চট্টগ্রাম উত্তর জেলা কৃষকলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী,সহসভাপতি মোস্তফা কামাল চৌধুরী, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম.এ মান্নান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন খাঁন, মুজিবুল ইসলাম সরফি,জাহাঙ্গীর আলম বাদশা, মহিলালীগ নেত্রী ও ভাইস চেয়ারম্যান এডভোকেট রেহেনা আখতার বেগম,পলাশী মুৎসুদ্দী, ইউপি চেয়ারম্যান আবদুল কাইয়ুম তালুকদার, নজরুল ইসলাম তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব খাঁন, উপজেলা কৃষকলীগ সভাপতি আবদুল মান্নান তালুকদার, সাধারণ সম্পাদক আইয়ুব রানা, পৌর আওয়ামীলীগ সভাপতি আসলাম খাঁন, সাধারণ সম্পাদক মো. সেলিম, উপজেলা যুবলীগ সভাপতি সামসুদ্দোহা সিকদার আরজু, সাধারণ সম্পাদক শেখর বিশ্বাস, উপজেলা ছাত্রলীগ সভাপতি নুরুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নাছির উদ্দিন রিয়াজ, আবুদাবি বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাজ্জাতুল ইসলাম রুবেল প্রমুখ। ত্রি-বার্ষিক সম্মেলনে পৌরসভা আওয়ামীলীগের সভাপতি হাজী সোলেমান চৌধুরী ও সাধারণ সম্পাদক হিসেবে মো. এনামুল হকের নাম ঘোষনা করা হয়।
ছবির ক্যাপশন ঃ রাঙ্গুনিয়া পৌর কৃষকলীগের সম্মেলনে বক্তব্য দেন ড. হাছান মাহমুদ এমপি