জগলুল হুদা, রাঙ্গুনিয়া প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রিয় সংসদ ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে রাঙ্গুনিয়া কলেজ ছাত্রলীগের উদ্যোগে জঙ্গিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শনিবার (১ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে মানববন্ধন শেষে পুনরায় কলেজ প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া কলেজের অধ্যক্ষ আবু ইউসুফ, পৌরসভা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও পৌর কাউন্সিলর লোকমানুল হক তালুকদার, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক ও রাঙ্গুনিয়া কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক মোরশেদ তালুকদার, আইন সম্পাদক আজম তালুকদার, রাঙ্গুনিয়া পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোহাম্মদ হেলাল তালুকদার, কলেজ ছাত্রলীগ নেতা বাবর তালুকদার, মিজান তালুকদার, মো. মহিউদ্দিন, আলী শাহ, মো. সম্রাট, মো. নঈমুল প্রমুখ।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই