রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মো. রাশেদ (২৮) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ। সে রাঙ্গুনিয়া পৌরসভার গোডাউন কাদের নগর এলাকার মো. আবুল কালামের পুত্র। এ ব্যাপারে রাঙ্গুনিয়া থানার এসআই ইসমাঈল বাদী হয়ে একটি মামলা দায়ের করে শনিবার (১ অক্টোবর) তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার চন্দ্রঘোনা কুষ্ঠু হাসপাতালে অভিযান চালায় রাঙ্গুনিয়া থানার এসআই ইসমাঈলের নেতৃত্বে একদল পুলিশ। পরে তাকে চন্দ্রঘোনা যাত্রী ছাউনী এলাকায় আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা পাওয়া যায় বলে জানা যায়।