জগলুল হুদা , রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : রাঙ্গুনিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। এই উপলক্ষে বিজয়ের প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পন করেন। উপজেলা শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পনকারী সংগঠন গুলোর মধ্যে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, জাতীয় পার্টি, সিপিবি, ছাত্রলীগ, যুবলীগ, পৌরসভা আওয়ামীলীগ, ফার্মাসিটিক্যাল রিপ্রেজেন্টেটিব এসোসিয়েশন (ফারিয়া), রাঙ্গুনিয়া সাংস্কৃতিক পরিষদ। সকালে রাঙ্গুনিয়া জাকির হোসেন ষ্টেডিয়ামে সালাম গ্রহন, কুচচোআওয়াচ, ডিস প্লে ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়।
রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনÑ রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা উপজেলা পরিষদের হল রুমে অনুষ্টিত হয়। সংবর্ধনা অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন। প্রধান অতিথি ছিলেন উপেেজলা পরিষদ চেয়ারম্যান মো. আলী শাহ। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে কূলসুম, আওয়ামীলীগ নেতা স্বজন কুমার তালুকদার, ইদ্রিছ আজগর, আবুল কাশেস চিশতি, মুক্তিযোদ্ধা কমান্ডার খায়রুল বশর মুন্সি, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আকতার হোসেন, এডভোকেট রেহেনা আক্তার প্রমুখ।
ছবির ক্যাপশান Ñ রাঙ্গুনিয়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ।