জগলুল হুদা, রাঙ্গুনিয়ায় প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় পৌরসভার রোয়াজারহাট থেকে মাদক চালান কালে মো. আরিফ(২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ। এই সময় তার কাছ থেকে ১৫ লিটার ছোলাই মদ উদ্বার করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্লবার (১৩ অক্টোব) জেল হাজতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত আরিফ পৌরসভার ৩নং ওয়ার্ড ইছাখালী গুচ্ছগ্রাম এলাকার মো. হারুনের পুত্র। থানা সুত্রে জানা যায়, সোমবার দুপুরে বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদে উপজেলার রোয়াজারহাটে অভিযান চালায় রাঙ্গুনিয়া থানার এস আই মো. ইসমাইলের নেতৃত্বে একদল পুলিশ। এই সময় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পূরবদিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে (চট্টগ্রাম-থ-১১-৫৯৭০) থামতে বলে। চালক তা না মেনে পালানোর চেষ্টাকালে তাড়া করে এটি আটক করা। এই সময় তল্লাশি করে ১৫টি প্লাস্টিক বোতলে ১৫ লিটার ছোলাই মদ উদ্ধার করা হয়। আটক চালক আরিফকে প্রাথামিক জিঞ্জাসাবাদে জানা যায় এগুলা রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম শহরে বিক্রির উদ্দেশ্য নেওয়া হচ্ছিল। রাঙ্গুনিয়া থানার এসআই মো. সালাউদ্দিন জানায়, প্রতিদিন পার্ব্যত্য জেলা থেকে মাদক এনে তা বিভিন্ন জায়গায় বিক্রি সংবাদে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২২(গ) ধারা অনুযায়ী মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছ।