রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জেলীযুক্ত পঁচাবাসি চিৎড়ী মাছ জব্দ করা হয়েছে। আদালতের ম্যাজিষ্ট্রেট ও রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন রোয়াজার হাট বাজারে অভিযান চালিয়ে জব্দ করা ১০ কেজি চিংড়ী মাছ নষ্ট করে দেন। দীর্ঘদিন ধরে রোয়াজার হাট বাজারে মাছের দোকানে অস্বাস্থ্যকর জেলীযুক্ত পঁচাবাসি চিংড়ি মাছ বিক্রি করা হচ্ছিল। মঙ্গলবার (১ নভেম্বর) ভ্রাম্যমান আদালতের অভিযানে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানার এসআই মো. ইসমাইল, উপজেলা মৎস্য অফিসের সহকারী মৎস্য কর্মকর্তা শিমুল বড়–য়া, মৎস্য অফিসের স্বজল কান্তি দে, ঝন্টু চাকমা। বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।