রাঙ্গুনিয়া প্রতিনিধি : ১০ ডিসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও কর্ম পরিকল্পনা সভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৫ ডিসেম্বর (সোমবার) অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজমুন আখতারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. আসিফুল আমিনের স ালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আকতার হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মো. ইদ্রিছ, একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, দক্ষিণ রাজা নগর ইউপি চেয়ারম্যান আহমদ ছৈয়দ তালুকদার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ আব্বাস হোসাইন আফতাব, স্বাস্থ্য পরিদর্শক ওয়াকিল আহমদ, জয়ন্ত কুমার প্রমুখ। প্রসঙ্গত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে শনিবার (১০ ডিসেম্বর)। এদিনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬-৫৯ মাস বয়সী সব শিশুকে বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬-১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে এবং ১২-৫৯ মাস বয়সী শিশুরা পাবে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল।
ছবির ক্যাপশন ঃ রাঙ্গুনিয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ