জগলুল হুদা, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের কোদালা ঘাট থেকে চাঞ্চল্যকর ৩ মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৮ অক্টোবর) দুপুরে তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়। সে গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল বলে জানা যায়।
থানা সুত্রে জানা গেছে, ২০১৩ সালে দায়ের করা চাঞ্চল্যকর ৩ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী উপজেলার কোদালা কাঠালতলি সড়ক সংলগ্ন সেয়ানবাড়ি এলাকার নূর হোসেনের পুত্র মো. ইউনুস ওরফে মনি ওরফে আবু জাহেল (৪৮) দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিল। শনিবার দুপুরে রাঙ্গুনিয়া থানার এসআই মোজাম্মেল, মো. ইসমাঈল ও এএসআই মো. সালাউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের জিয়ামার্কেট এলাকার কোদালা ঘাটে অভিযান চালায়। অভিযানে ঐ একই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাঙ্গুনিয়া থানার এএসআই মো. সালাউদ্দিন জানায়, গ্রেফতারকৃত মো. ইউনুস ৩টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। মামলা এড়াতে সে দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।