রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ায় বেসরকারি সংস্থা ইপ্সার জলবায়ু সহিষ্ণু প্রকল্পের বন নির্ভর দল সদস্যদের বার্ষিক সভা পদুয়া ইউনিয়নের রাজারহাট নুরে মনির কন্ভেন্শন হলে মঙ্গলবার (২২ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। আরন্যক পদুয়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পদুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কবির তালুকদার। এফ এফ আহমেদ কবিরের স ালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা দিলীপ কুমার চৌধুরী। বক্তব্য রাখেন ইউপি সদস্য মো. ফারুক ,আরকান উদ্দিন, মো. সালাউদ্দিন, নজরুল ইসলাম, রুজি আক্তার, মনিকা তালুকদার, প্রোগ্রাম ম্যানেজার খায়রুজ্জামান, সাইট সমন্বয়কারী কানিজ ফারহানা প্রমুখ।
ছবির ক্যাপশন : রাঙ্গুনিয়ায় ইপসার জলবায়ু সহিষ্ণু প্রকল্পের বন নির্ভর দল সদস্যদের বার্ষিক সভায় বক্তব্য রাখেন গোলাম কবির তালুকদার।