জগলুল হুদা, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : রাঙ্গুনিয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা ম্যালেরিয়া রোগ নিয়ন্ত্রণে যে কার্যক্রম পরিচালনা করছে তা অত্যন্ত প্রশংসনীয়। ২০০৮ সাল থেকে তাদের অক্লান্ত পরিশ্রমে রাঙ্গুনিয়া উপজেলায় ম্যালেরিয়া রোগে মৃত্যুর হার আজ শূন্যের কোটায় চলে এসেছে। ম্যালেরিয়া রোগ সম্পর্কে অতীতের যে তথ্য আমরা জানি তাতে আমাদের সকলের মাঝে একটি ভীতি কাজ করে। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ অঞ্চল থেকে ম্যালেরিয়া রোগকে একেবারে নির্মুল করতে হবে। এই ধারাকে অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের আরো বেশী কাজ করতে হবে। শনিবার (২৭ আগস্ট) রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়ন পরিষদে বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা কর্তৃক আয়োজিত ম্যালেরিয়া নিয়ন্ত্রণে জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা ও স্থানীয় নেতৃবৃন্দের মাঝে সচেতনতা মূলক বিসিসি ওরিয়েন্টেশন কর্মশালায় বক্তারা একথা বলেন। ইপসা’র প্রজেক্ট ম্যানেজার সাংবাদিক জিগারুল ইসলাম জিগারের সভাপতিত্বে ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য আছাদুজ্জামান চৌধুরী এমরান, বিপর্সি তঞ্চঙ্গ্যা, মো. বেলাল, শামসুন্নাহার বেগম, শিক্ষক মোহাম্মদ আলম, আমির হামজা, মসজিদেও ইমাম মাওলানা নুরুল আমিন, হাফেজ আজগর ও শান্তশ্রী ভিক্ষু প্রমূখ।
ছবির ক্যাপশান ঃ রাঙ্গুনিয়ায় ইপসার ওরিয়েন্টেশন কর্মশালায় বক্তব্য রাখছেন ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টন।