রাঙ্গুনিয়া প্রতিনিধি : আন্ত:উপজেলা অনুর্ধ্ব ১৮ ফুটবল লীগের প্রশিক্ষন উদ্বোধন রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার(১ অক্টোবর) সম্পন্ন হয়েছে। রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার প্রধান অতিথি থেকে প্রশিক্ষনের উদ্বোধন করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মরিয়ম নগর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. সেলিম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. হারুন আল রশিদ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, আব্বাস হোসাইন আফতাব, ক্রীড়া সংগঠক নুরুল আলম আলী, পেয়ারুল ইসলাম, নুরুল ইসলাম আজাদ, আবদুল সালাম, ক্রীড়া প্রশিক্ষক মো. সেলিম , মো. সবুর, ইকবাল আহমেদ বেলাল প্রমুখ। অনুর্ধ্ব ১৮ ফুটবল লীগের বাছাইয়ে ৪ শতাধিক খেলোয়াড়দের মধ্যে ৪০ জন খেলোয়াড় ১৫ দিনের প্রশিক্ষনের জন্য মনোনীত হন।
ছবির ক্যাপশন- রাঙ্গুনিয়ায় অনুর্ধ্ব ১৮ ফুটবল লীগের প্রশিক্ষন উদ্বোধনশেষে খেলোয়াড়দের সাথে পৌর মেয়র শাহজাহান সিকদারসহ অন্যরা।