জগলুল হুদা ■ রাঙ্গুনিয়া রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর ইউনিয়নের মাইজ পাড়া গ্রামে রোববার(৬ নভেম্বর) রাতে আঞ্জুমানে আশরাফিয়া রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে আজিমুশশান সুন্নী কনফারেন্স অনুষ্ঠিত হয়। সুন্নী কনফারেন্সে প্রধান মেহমান ছিলেন ভারতের উত্তর প্রদেশ ক্বচওয়াছা দরবার শরীফের সাজ্জাদানশীন ক্বায়েদে মিল্লাত, রাহনুমায়ে শরীয়ত ও পীরে ত্বরিক্বত হযরতুলহাজ্ব আল্লামা সৈয়দ মাহমুদ আশরফ আল আশরাফী আল জিলানী (মা.জি.আ.)। মাহফিলে সভাপতিত্ব করেন রাহাতিয়া নূরীয়া নক্সবন্দীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন হযরতুলহাজ্ব মাওলানা সৈয়্যদ ওবাইদুল মোস্তফা নঈমী আশরাফী। আঞ্জুমানে আশরাফিয়া রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ করিম উদ্দিন হাছান আশরাফীর সঞ্চালনায় অন্যদের মধ্যে তকরির করেন আঞ্জুমানে আশরাফিয়া বাংলাদেশ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা শফিউল হক আশরাফী, মাওলানা হারুনুর রশিদ আশরাফী, মাওলানা সাইফুল ইসলাম আলকাদেরী। উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মাওলানা দিলদার হোসাইন নঈমী, পৌরসভা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবদুর রহমান জামী, মরিয়ম নগর ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান নঈমী, মাওলানা ওবাইদুন্নাছের নঈমী, আলহাজ্ব মাওলানা করিম শাহ নঈমী, আলহাজ্ব মাওলানা নবিউল ইসলাম নঈমী, আঞ্জুমানে আশরাফিয়া রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি মো. হেলাল উদ্দিন আশরাফী, সহসভাপতি আলহাজ্ব সেলিম আবদুল্লাহ আশরাফী, মো. ইরান শাহ আশরাফী, মো. ইমাম উদ্দিন আশরাফী, মীর মো. হাবিবুল্লাহ, কে.এম কুতুবুল আহসান, মো. মিজানুর রহমান, মো. জাহেদ উদ্দিন আশরাফী, মো. শামীম আশরাফী, মো. জানে আলম আশরাফী, মো. বেলাল উদ্দিন আশরাফী প্রমুখ।