রাঙ্গুনিয়া প্রতিনিধ : রাঙ্গুনিয়া উপজেলার গোচরা বাচাশাহ সড়কটি তীব্র খানাখন্দে নাখাল হয়ে পরেছে। গোচরা-বেতাগী পর্যন্ত দীর্ঘ এই সড়কের অধিকাংশ অংশেই এখন বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের ইট-সুরকি উঠে পুরো সড়ক ক্ষত-বিক্ষত হয়ে গেছে। সড়কের অনেক অংশে পানি জমে ডোবায় রূপ নিয়েছে। বিভিন্ন ধরনের পরিবহন ছাড়াও ঝুঁকি নিয়ে চলাচল করছে পোমরা উচ্চ বিদ্যালয়, পোমরা মডেল কেজি স্কুল সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা। ত্রুটিপূর্ণ ড্রেনেজ ব্যবস্থা ও বালি বাহী ট্রাকসহ ভারি যানবাহন চলাচলের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান এলাকাবাসী। রাঙ্গুনিয়া পৌরসভার পাশ ঘেষে পোমরা ইউনিয়নের এই সড়ক দিয়েই প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী ছাড়াও চলাচল করছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অলিকুল শিরোমণি বাচাবাবা (রহ:) ও কাঙ্গালী শাহ্ (রহ:) এর মাজার জেয়ারতে। পোমরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মামুন জানান, প্রতিদিন ঝুঁকি নিয়ে এই ক্ষত-বিক্ষত সড়ক পথে বিদ্যালয়ে আসি। উত্তর রাঙ্গুনিয়া থেকে মাজার জেয়ারতে আসা প্রবাসী রফিকুল্লাহ জানান, এক বছর পূর্বে অনেক সুন্দর এই সড়কের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে এখানে কোন জনপ্রতিনিধি নেই। সিএনজি চালিত অটোরিক্সা ড্রাইভার মো. সোহেল জানায়, রাস্তার বেহাল দশার কারণে প্রায়ই বেকায়দায় পরতে হয়। খাদে পরে সিএনজি আটকে যাওয়া সহ গাড়ি অকেজো হয়ে যাচ্ছে। এছাড়াও বেহাল দশার কারণে ছাত্র-ছাত্রীদের সাইট দিতে গিয়ে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।
পোমরা ইউপি চেয়ারম্যান ফজলুল কবির গিয়াসু জানান, অতিবৃষ্টি আর বালুবাহী ট্রাকসহ ভারি যানবাহন চলাচলের কারণে সড়কের এই অবস্থা। ব্যাক্তি উদ্যোগে সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে ইট আর বালি দিয়ে আপাত চলাচলের ব্যবস্থা করেছি। সড়কটি পুরাপুরি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর অবহিত করা হয়েছে।
তবে সর্বসাধারণের দাবী দ্রুত সংস্কার করে ঝুকিপূর্ণ এই সড়কটি চলাচলের উপযোগী করা হোক।