রাঙ্গুনিয়া সংবাদদাতা : রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের বনগ্রাম এলাকায় বন বিভাগের জায়গায় অবৈধ পাকা স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (২৬ অক্টোবর) এই অভিযান পরিচালনা করা হয়। আদালতে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন। এসময় চন্দ্রঘোনা কদমতলী ও লিচু বাগান ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে কর্ণফুলি থেকে অবৈধভাবে বালি তোলার সময় বালি ও বালি তোলার নল জব্দ করা হয়। সহকারি কমিশনার(ভূমি) উম্মে কুলসুম ও রাঙ্গুনিয়া থানার একদল পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বনগ্রাম এলাকায় দীর্ঘদিন ধরে সরকারী জায়গায় রাস্তার পাশে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মান করা হচ্ছে। খবর পেয়ে বুধবার ভ্রাম্যমান আদালত গিয়ে পাকা স্থাপনা উচ্ছেদে নির্মানাধীন দেয়াল ভেঙ্গে দেয়। এসময় স্থাপনা নির্মানের সরঞ্জামাদি জব্দ করেন আদালত। একই দিনে চন্দ্রঘোনা লিচু বাগান ফেরিঘাট ও কদমতলী এলাকায় কর্ণফুলি নদী থেকে অবৈধভাবে বালি তোলার সময় বালি তোলার সরঞ্জামাদি ও বালি জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান ইউএনও।
ছবির ক্যাপশন ঃ রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকা থেকে অবৈধ বালি উত্তোলনের সময় বালি তোলার নল জব্দ করেন ইউএনও মোহাম্মদ কামাল হোসেন