মৌলভীবাজার কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের সাময়িক বরখাস্ত অধ্যক্ষ মো. আইয়ুব আলীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় কলেজ গভর্নিংবডি তাকে অধ্যক্ষের দায়িত্ব থেকে স্থায়ীভাবে বরখাস্ত করেছে। এটা অনুমোদনের জন্য শিক্ষা বোর্ডে প্রেরণ করা হয়েছে। গত ২০ আগস্ট গভর্নিংবডির সভাপতি সৈয়দ মোস্তাক আলীর স্বাক্ষরিত পত্রের মাধ্যমে সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ মো. আইয়ূব আলীকে বিষয়টি অবগত করা হয়। শিক্ষার্র্থীদের অভিযোগ থেকে জানা যায়, ২০১৬ সালের নভেম্বর মাসে ওই বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর ৫ শিক্ষার্থী পৃথক পৃথকভাবে অধ্যক্ষ কর্তৃক যৌন হয়রানির অভিযোগ লিখিতভাবে সভাপতিকে অবগত করেন। এ বিষয়ে বরখাস্তকৃত (সাময়িক) অধ্যক্ষ মো. আইয়ূব আলী বলেন, আমাকে বরখাস্ত করার কোনো অধিকার গভর্নিংবডির নেই। এটা বোর্ডের আপিল অ্যান্ড আরব্রিটেশন বিভাগ সিদ্ধান্ত নেবে।