২০০৪ সালের পর দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশের মাটিতে বসবে যুব বিশ্বকাপের ১১তম আসর। ঘরের মাঠে আসন্ন সেই টুর্নামেন্টকে সামনে রেখে বুধবার সন্ধ্যায় দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলে মেহেদি হাসান মিরাজকে অধিনায়ক এবং নাজমুল হোসাইন শান্তকে সহ-অধিনায়ক নির্বাচন করা হয়।
ঘরের মাঠে যুব বিশ্বকাপে বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। গ্রুপে বাংলাদেশের তিন প্রতিপক্ষ নামিবিয়া, স্কটল্যান্ড ও বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। ২৭ জানুয়ারি বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে যুব বিশ্বকাপের পর্দা উঠবে।
যুব বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আগামী ৮ জানুয়ারি থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ৩টি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকি ২টি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
দু’বারের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান ও শক্তিশালী শ্রীলংকা রয়েছে ‘বি’ গ্রুপে। গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ হলো কানাডা ও আফগানিস্তান। ‘সি’ গ্রুপে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে রয়েছে জিম্বাবুয়ে ও ফিজি। আর ‘ডি’ গ্রুপে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও ভারতের সঙ্গে রয়েছে নিউজিল্যান্ড ও নেপাল।
এর আগে ২০০৪ সালে ঘরের মাঠে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া বাংলাদেশ প্লেট পর্বে চ্যাম্পিয়ন হয়। গত আসরেও প্লেট পর্বের ফাইনালে নিউজিল্যান্ড হারিয়ে সান্ত্বনা নিয়ে দেশে ফেরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসাইন শান্ত (সহ-অধিনায়ক), জয়রাজ শেখ ইমন, পিনাক ঘোষ, মোহাম্মদ সাইফ হাসান, জাকির হাসান, সাইফ উদ্দিন, সাঈদ সরকার, মেহেদি হাসান, মোহাম্মদ আবদুল হালিম, সঞ্চিত সাহা, সালেহ আহমেদ শাওন, আরিফুল ইসলাম জনি ও জাকির আলি অনিক।
স্ট্যান্ডবাই: মুনিম শাহরিয়ান, মোসাদ্দেক হোসাইন সান, রিফাত প্রধান ও কাজী অনিক ইসলাম।