মৌলভীবাজার; দিন দিন দ্রব্য মূল্যের উর্দ্দগতি ও দফা দফায় গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধিসহ সকল মূল্যের দাম কমিয়ে আনার দাবীতে মৌলভীবাজারের চৌমুহনায় অনলাইন প্রেসক্লাবের সামনে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা শাখার উদ্যেগে প্রতিবাদ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার সকালে প্রতিবাদ সভায় দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা শাখার সভাপতি মাহমুদুর রহমানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক জিতু তালুকদার ও সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুদারের যৌথ সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ফোরামের সিনিয়র সহ সভাপতি শ.ই.সরকার জবলু, সহ সভাপতি মাওলানা হাজ্বী মতিউর রহমান, অনলাইন প্রেসক্লাব সভাপতি মশাহিদ আহমদ, ফোরামের তথ্য সম্পাদক সৈয়দ মুন্তাছির রিমন, ফোরামের সিনিয়র সদস্য তজমুল ইসলাম চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদীকা রুবিনা বেগম, সদস্য ফাতেহা বেগম পপি, যুব ফোরামের সভাপতি, বিজয় টিভির বিশেষ প্রতিনিধি সৈয়দ ময়নুল ইসলাম রবিন, সহ সভাপতি নয়ন দেব, সাধারণ সম্পাদক এম, এ সামাদ, সহ সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক এম, এ কাইয়ুম, সিনিয়র সদস্য মো: মঞ্জুর আলম, ছাত্র ফোরামের সভাপতি শাখের আহমদ, সহ সাধারণ সম্পাদক সিরাজুল হাসান, তথ্য সম্পাদক সৈয়দ ফয়েজ আলী প্রমুখ ।
আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন-সরকারের উন্নয়ন কর্মকান্ডকে জনগণের দৌড় গোড়ায় পৌছে দিতে যে কার্যক্রম গ্রহন করা হয়েছে। তা বাধা গ্রস্থ করতে একশ্রেনি মুনাফা লোভী অসাধু সিন্ডিকেট তৈরি হয়েছে। যার ফলশ্রুতিতে ৩৫ টাকার চাইল ৫৫ টাকায় গিয়ে দাড়িয়েছে। তার সাথে অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। ‘‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশে কোনো খাদ্য সংকট নেই।’’ তথাপি আজ এই অসাধু ব্যবসায়ীদের কারণে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা হাতের নাগালের বাহিরে চলে গেছে। অচিরেই যদি এসব অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় না আনা যায় তাহলে এক দিকে যেমন সরকারের উন্নয়ন অগ্রগতি বাধা গ্রস্থ হবে অন্যদিকে সাধারণ মানুষ সম্মুখিন হবে এক নিরব দূর্ভিক্ষের।