মৌলভীবাজার;
জাতীয় পার্টি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি সৈয়দ সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এডভোকেট মাহবুবুল আলম শামীম এর পরিচালনায় জাতীয় পার্টির জেলা কমিটির সাধারন সভা অনুষ্টিত হয়। ৯ ডিসেম্বর শনিবার বিকালে মৌলভীবাজার বনফুল কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টি জেলা কমিটির সভা অনুষ্টিত হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন; জাতীয় পার্টির জেলা কমিটির সহ-সভাপতি তজমুল হোসেন চৌধুরী, জাতীয় পার্টির পৌর কমিটির সভাপতি মাহমুদুর রহমান, কুলাউড়া উপজেলা কমিটির সভাপতি এম লুৎফুল হক, শ্রীমঙ্গল উপজেলা কমিটির সভাপতি আছলাম হোসেন, জুড়ি উপজেলা কমিটির সভাপতি এডভোকেট আফজাল হোসেন, ছাত্রনেতা সুহেল রানা সুমন, জেলা কমিটির দপ্তর সম্পাদক আশরাফ উদ্দিন হিরো প্রমুখ।
সভায় জেলা কমিটির সভাপতি সৈয়দ সাহাব উদ্দিন বলেন; বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক বিরোধি দল জাতীয় পার্টির মৌলভীবাজার জেলা কমিটির বিভিন্ন ধরনের অভ্যন্তরীন সমস্যার সমাধান করার কৌশল ও আগামীতে জাতীয় নির্বাচনে মৌলভীবাজার ২ ও ৩ আসনে জাতীয় পার্টির সদস্য মনোনীত করার জন্য যোগ্য ব্যক্তি যাচাই বাছাই, ও আগামীতে জাতীয় পার্টি জেলা কমিটির কার্যক্রমকে আরো গতিশীল ও সচল করার জন্য সর্বাত্মক ভাবে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। জনগনের কল্যানে কাজ করার জন্য নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন। পরে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য এডভোকেট মাহবুবুল আলম শামীমকে ফুল দিয়ে বরন করেন মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা।