মৌলভীবাজার;
৩৮তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের জন্য ২৭ সদস্যের মৌলভীবাজার জেলা ক্রিকেট দল ঘোষণা করা হয়েছে।
প্রাথমিক দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটার রাজু। আছেন পেইসার হান্ট থেকে উঠে আসার বোলার এবাদত হোসেন।
মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটি শুক্রবার দল ঘোষণা করে। দলটি জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের টায়ার দুইয়ে লালমনির হাট ভেন্যুতে খেলবে মৌলভীবাজার।
জেলা উপ-ক্রিকেট কমিটির সদস্য সচিব নাহিদ হোসেন প্রাথমিক দল ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।
২৭ সদস্যের দল; সাকিব আল সজীব, তোফাজ্জল হোসেন তোয়েল, সজিব দাশ বাপ্পা, প্রকাশ পাল, রায়হান আহমদ, সাকির আহমদ, জাবের হোসেন জাবেদ, মোঃ টিপন আহমদ, শফিউল ইসলাম হানজালালা, সায়েদ আহমদ আলাল, রেজওয়ানুর রহমান, আহাদুর রহমান অভি, তপন মণি দাশ, মুমিনুর রশীদ অলি, আমিনুল ইসলাম, কয়েছ আহমদ বাবু, অমিত মল্লিক, সাব্বির আহমদ জয়, সালমান আহমদ, আমিন খান, অভি, শাহনুর রহমান, ফরহদা, শেহনাজ আহমদ, মোকাম্মেল আলী শাহেদ, আবুল হাসান রাজ ও এবাদত হোসেন।