এগারো বছর পর মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ।
মৌলভীবাজার;
মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলনকে ঘিরে উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে দলের নেতাকর্মীদের মাঝে। পুরো শহর সেজেছে ব্যানার ফেষ্টুন ও পোষ্টার তোরণে। সম্মেলনকে কেন্দ্র করে জেলায় বিরাজ করছে উৎসবের আমেজ। সম্মেলনের মধ্য দিয়ে সৎ যোগ্য ও তরুণ নেতৃত্ব বেড়িয়ে আসবে আশা ব্যক্ত করেন তৃনমূলের নেতাকর্মীরা।
সম্মেলন উপলক্ষ্যে নতুন নেতৃত্ব নিয়ে চলছে দল এবং দলের বাইরে আলোচনা। শেষ মুহূর্তে পছন্দের তালিকায় তাকা সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীর হয়ে নানামুখী প্রচারণা চালিয়েছেন নেতাকর্মীরা।
ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলর ও প্রতিনিধিসহ দশ হাজারেরও বেশি নেতাকর্মী আসবে বলে আশা করা হচ্ছে। সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মিছবাউর রহমান।
নতুন নেতৃত্ব জেলার অতীত গৌরব ধরে রাখার পাশাপাশি, প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়তে ও জাতীয় একাদশ সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন প্রবীণ নেতারা ।২০০৬ সালের ২৭শে ফেব্রুয়ারি মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সবশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য; ২৮ অক্টোবর শনিবার,মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সকাল ১১ ঘটিকায় সম্মেলনের আনুষ্টানিক ভাবে উদ্ধোধন করবেন,বাংলাদেশ আ‘লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুর কাদের ও বাংলাদেশ আ‘লীগের যগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।