বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম তাদের শপথবাক্য পাঠ করান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- স্থানীয় সরকার উপ-পরিচালক মো. জাকারিয়া, সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান ও ভাইস চেয়ারম্যান আলাউর রহমান প্রমুখ।
পাঁচ নম্বর আখাইলকুড়া ইউনিয়নের গেজেট প্রকাশিত না হওয়ায় উক্ত ইউপির চেয়ারম্যান ও মেম্বারদের শপথ গ্রহণ হয়নি বলে জানান তিনি।