মৌলভীবাজার জেলা আ‘ লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ প্রাঙ্গনে ত্রি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন,সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নতুন সভাপতি হিসেবে নেছার আহমদ ও সাধারণ সম্পাদক হিসেবে মিছবাউর রহমানের নাম ঘোষণা করেছেন।
দুপুর ১২টার সময় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাঁর বক্তব্যে বলেছেন; সময়মতো সম্মেলন হওয়া উচিত। দীর্ঘদিন সম্মেলন না করা, এটা আওয়ামী লীগের নেতাকর্মীদের মনে থাকতে পারে না, এ থেকে বেড়িয়ে আসতে হবে। ১২ বছর পর সম্মেলন আমরা কত নেতা পেতাম নতুন নেতৃত্ব পেতাম।আওয়ামী লীগ তরুণ নেতৃত্ব চায়,যোগ্য শিক্ষায় শিক্ষিত ত্যাগি নেতাকে আমরা মূল্যায়ন করি। সম্মেলন না হওয়ায় অনেক মেধাবী নেতৃত্ব থেকে বঞ্চিত হয়েছে। ভবিষ্যতে যাতে এ রকম না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।
সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, সদস্য অধ্যাপক মো: রফিকুর রহমান। জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন, মৌলভীবাজার ৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসীন, মৌলভীবাজার ২ আসনের সাংসদ আব্দুল মতিন,ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, সাবেক সাংসদ শফিকুর রহমান, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান।
বদরুল আলম চৌধুরী
মৌলভীবাজার;