স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে জেলার ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেওয়ান আশিক আল রশীদ চৌধুরী (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ভৈরব বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দেওয়ান আশিক আল রশীদ চৌধুরী ভৈরব বাজার এলাকা দেওয়ান কামরুল হাসান এর ছেলে। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) অকিল উদ্দিন জানান তার বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় নাশকতার মামলা রয়েছে।