মৌলভীবাজার; মৌলভীবাজারের সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের দুঘর গ্রামে খালার বাড়িতে বেড়াতে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে খালেদ মিয়া (২২)
সোমবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে। খালেদ মিয়া হবিগঞ্জ জেলার বানিয়াচিং গ্রামে আবু তালেব মিয়ার ছেলে।
নাজিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক রাজা জানান, গত ৫/৬ দিন আগে খালেদ ও তার মা খালু মজনু মিয়ার বাড়িতে বেড়াতে আসেন। সোমবার রাতে মা ছেলে এক বিছানায় ঘুমান হঠাত ভোর রাতে ঘরের আড়ার সাথে ছেলের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার করেন পরে পরিবারের সদস্যরা দৌড়ে এসে দেখতে পেয়ে সকালে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌচ্ছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মৌলভীবাজার মডেল থানার ওসি মো: সোহেল আহম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, এটি হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের পর বিস্তারিত জানাযাবে।