মৌলভীবাজার;
মৌলভীবাজার জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে মাসব্যাপী কৃষি,শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। শহরে কাশিনাথ আলাউদ্দিন হাই স্কুল ও কলেজ মাঠে মেলার আনুষ্টানিক উদ্বোধন করেন জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি কামাল আহমদ।
উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো:ফিরোজ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনকার আহমদ,পৌর আওয়ামীলীগ নেতা আতাউর রহমান লোকমান,জেলা আওয়ামীলীগের সদস্য ও সরকারি কলেজের ভি পি আব্দুল মালিক তরফদার সোয়েব,জেলা আওয়ামীলীগের সদস্য এম এ রহিম,জেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু,জেলা কৃষকলীগের সভাপতি জমশেদ মিয়া,সাধারণ সম্পাদক শাহীন আহমদ চৌধুরী,জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক মাহমুদুর রহমান,সাবেক ছাত্রনেতা মকিস মনসুর আহমদ,সাবেক ছাত্রলীগ নেতা গৌছ উদ্দিন নিক্সন,জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রনি,সাংবাদিক মাহবুবুর রহমান রাহেল প্রমুখ।
এসময় বক্তারা বলেন;জেলার শিল্প ও বাণিজ্যের প্রচার ও প্রসার ঘটাতে মাসব্যাপী এ মেলার আয়োজন। মাসব্যাপী এ মেলায় হস্ত ও কুটির শিল্পসহ দেশী বিদেশী বিভিন্ন রকমারির শতাধিক স্টল রয়েছে। এছাড়া শিশুদের বিনোদন খেলাধূলার জন্য বিভিন্ন রাইটস বসানো হয়েছে।