মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার শহীদ মুক্তিযুদ্ধা পরিবার, যোদ্ধাহত মুক্তিযুদ্ধা ও মুক্তিযুদ্ধাদের মৌলভীবাজার পৌরসভার উদ্দোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) বেলা ১২ ঘটিকায় মৌলভীবাজার পৌর মিলনায়তনে পৌর মেয়র মো: ফজলুর রহমানের সভাপতিতে¦ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মো: শাহজালাল, কমিনিষ্ট পার্টির সাধারন সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ, আওয়ামীলীগ সাধারন সম্পাদক নেছার আহমদ, জেলা মুক্তিযুদ্ধা কমান্ডার মো: জামাল উদ্দিন।
সংবর্ধনা অনুষ্ঠানে সদর উপজেলা ১৬৫ জন মুক্তিযুদ্ধাকে ক্রেষ্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়।